বেঙ্গল নেক্সট্:আসানসোল:
রাণিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার বিরুদ্ধে রাণিগঞ্জ থানায় অভিযোগ দায়ের জনস্বাস্থ্য কারিগরী দফতরের ইঞ্জিনিয়ারের । অভিযোগের ভিত্তিতে বিনোদ নুনিয়া র বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। এদিকে শুক্রবার আসানসোলের জনস্বাস্থ্য কারিগরী দফতরের ডিভিভিশনাল অফিসে কালো ব্যাজ পড়ে মৌন অবস্থান করেন ইঞ্জিনিয়ার ও ঠিকাদারেরা। তারা ঘটনার ধিক্কার জানিয়ে তৃণমূল নেতা বিনোদ নুনিয়া র বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবি তোলেন।
গত মঙ্গলবার রাণিগঞ্জ ব্লক অফিস চত্বরে জনস্বাস্থ্য কারিগরী দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার সোমনাথ সরকারের গলায় ফাঁকা জলের বোতলের মালা পড়িয়ে রোদে বসিয়ে রাখা হয়। রাণিগঞ্জের গ্রামীন অঞ্চলে জল সরবরাহে ঘাটতি থাকায় ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অভিযোগ তুলে ঐ জুনিয়র ইঞ্জিনিয়ারকে ফাঁকা বোতলের মালা পড়িয়ে রোদে বসিয়ে রেখে নিগ্রহ করার অভিযোগ ওঠে বিনোদ নুনিয়া র বিরুদ্ধে । প্রতিবাদে র পদ্ধতি নিয়ে বিতর্কের ঝড় ওঠে ।
ইঞ্জিনিয়ারদের তরফে বলা হয় নতুন প্রকল্প হাতে নিলে তবেই জল সরবরাহে র সমস্যা মিটবে। এদিকে একজন সরকারি ইঞ্জিনিয়ারকে যেভাবে নিগ্রহ করা হয়, তা মেনে নিতে পারেন নি জনস্বাস্থ্য কারিগরী দফতরের আধিকারিক থেকে ঠিকাদার কেউই । তা নিয়ে কর্মী সংগঠনের তরফে রাজ্যে র বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হন তারা। পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয় উচ্চ কর্তৃপক্ষের কাছে। এদিকে মামলা রুজু হওয়া র পর থেকে নিজেকে বিতর্ক থেকে সরিয়ে রাখতে চাইছেন রাণিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি । মোবাইল ফোন বন্ধ রেখেছেন তিনি। তৃণমূলের উচ্চ স্তর থেকে ঘটনা নিয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এদিকে তার এই প্রতিবাদে র পদ্ধতিকে দল যে ভালোভাবে নেই নি তা পরিষ্কার করে দিয়েছে রাণিগঞ্জ গ্রামীন তৃণমূল নেতৃত্ব ।