শুভময় পাত্র:বেঙ্গল নেক্সট্: শান্তিনিকেতন:
শান্তিনিকেতনে শান্তির বার্তা বিশ্বভারতী কর্তৃপক্ষের। খুশি আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বৃহস্পতিবার ছাত্রদের ৫ প্রতিনিধি ও বিশ্বভারতী কর্তৃপক্ষের বেশ কয়েকজন অধ্যাপক নিয়ে গঠন করা কমিটির দীর্ঘ বৈঠকের পর সমস্ত সমস্যার সমাধান হয়। গত ২৮ শে ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যে তিন দফা দাবি নিয়ে তাদের অভ্যন্তরীণ আন্দোলন শুরু করেছিল আজ তার অবসান ঘটলো । আন্দোলন শুরু হওয়ার দিন থেকে শুরু করে পরপর অবস্থান , বিক্ষোভ, অনশন,হাইকোর্ট, পরীক্ষা বয়কট, সবকিছুই হয়েছে বিশ্বভারতীতে। আর সব কিছুতেই তাদের দাবির ক্ষেত্রে অনড় ছিল আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। তাই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৈঠক শেষ হওয়ার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ যখন তাদের সিদ্ধান্ত জানায় তখন দীর্ঘ প্রতীক্ষার পর আশানুরূপ ফল পেয়ে খুশি আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। হস্টেল খোলা, আনলাইনে পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছানো এই সবকিছুই মেনে নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই উপলক্ষে নাচ গান ও আবীর খেলার মধ্য দিয়ে আনন্দে মাতে ছাত্র-ছাত্রীরা। এতদিন তারা যৌথভাবে আন্দোলন করে গিয়েছেন এবং প্রত্যেক ছাত্র ও ছাত্রী তাতে সমর্থন জানিয়েছেন, সেই কারণেই এই সাফল্য বলে মনে করছেন ছাত্র-ছাত্রীরা।