বেঙ্গল নেক্সট্: শান্তিনিকেতন: ‘ফাগুন লেগেছে বনে বনে’- সত্যিই সেই ফাগুনের রঙ এবার লাগল শান্তিনিকেতন লাগোয়া প্রান্তিকের সায়রবীথি পার্কে । রবিবার ২৭ শে মার্চ কনীনিকা নৃত্যমন্দির আয়োজিত ও পরিবেশিত বসন্ত উৎসবে অভিজ্ঞ নৃত্যশিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নিয়েছিলো কিশলয় নৃত্যবিভাগের কচিকাঁচারাও। দুই বছর পর কোভিড পরিস্থিতি পেরিয়ে মুক্ত বাতাসে নিজেদের মেলে ধরল নৃত্যশিল্পীরা। রবি ঠাকুরের ওরে গৃহবাসী, খোল দ্বার খোল সঙ্গীতের সঙ্গে শোভাযাত্রা সঙ্গে মঞ্চে পাল্লা দিয়ে একের পর এক রবীন্দ্র নৃত্যানুষ্ঠান ছিল নজরকাড়া ।
কনীনিকার নিজস্ব ঘরানায় এই আয়োজন যেন বিশ্বভারতীর পরিপূরক । এবারেও বসন্ত উৎসবের আয়োজন করেনি বিশ্বভারতী। তা নিয়ে বিতর্ক হয়েছে সাংস্কৃতিক আঙিনায়, তবে কনীনিকা নৃত্য মন্দির সেই অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে একটা প্রচেষ্টা করল বলাই যায়। কনীনিকার কর্ণধার নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা, নৃত্যের প্রতি তার অগাধ ভালবাসাই এমন দৃষ্টিনন্দন অনুষ্ঠান উপহার দিতে পারে যা শিল্পীদের ৠদ্ধ করে।