বেঙ্গল নেক্সট্:
কালিঘাটের বাড়ির চত্বরে হাঁটাহাটি র সময় জখম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়ি করে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীকে ভর্তি করেন। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয়। তার কপালে চারটি সেলাই করতে হয়েছে। প্রথমে তাকে কেবিনে রেখে চিকিৎসা করা হলেও পরে তার মাথার স্ক্যান ও অন্যান্য পরীক্ষা র জন্য বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা রাতে তাকে হাসপাতালে যাখতে চাইলেও মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে যান। তার সঙ্গে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী র অবস্থা স্থিতিশীল । খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মুখ্যমন্ত্রীর খবর নিতে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তিনি পৌঁছাবার আগেই মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যান।