বেঙ্গল নেক্সট্: দুর্গাপুর:
এবার কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে এন্টারপ্রেনিয়রশিপ ধারণার প্রসার ঘটাতে উদ্যোগী হল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়। বৃহস্পতিবার মহাবিদ্যালয়ের বিধান প্রেক্ষাগৃহে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়। শুধু চাকরির মুখাপেক্ষী না থেকে স্টার্ট আপ সংস্থা গড়ে জীবনে বড় পদক্ষেপ নিতে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার এক অভিনব প্রচেষ্টা মহাবিদ্যালয় কর্তৃপক্ষের।
এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় যেমন বক্তব্য রাখেন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ দেবনাথ পালিত পাশাপাশি মূল্যবান বক্তব্য রাখেন সান সেরামিক্স সংস্থার ডাইরেক্টর অমিত রায়। আলোচনায় অংশ নেন জেলা শিল্প কেন্দ্রের জিএম প্রশান্ত মন্ডল। এছাড়াও অংশ নেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার জয়ন্ত অডি, ইউকো ব্যাংকের জোনাল হেড লোকেশ কুমার ও উখরা চেম্বার অব কমার্সের মনোজ সরাফ।
এই বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তথ্যের আদান-প্রদান করেন বক্তারা।
মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ দেবনাথ পালিত জানান, বর্তমান সময়ে এই ধরনের আলোচনা সভার বাস্তবচিত গুরুত্ব রয়েছে। পড়াশোনার পর অনেকেই চাকরির দিকে ঝোঁকেন আবার চাকরির না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অনেকে তাই ছাত্র জীবন থেকেই যদি নিজে কিছু সংস্থা গড়ার সংকল্প নিতে পারে, তাহলে সে নিজের পায়ে যেমন দাঁড়াতে পারবে তেমনি অনেকের কাজের সন্ধানও দিতে সক্ষম হবে। তাই এই ধরনের উদ্যোগকে তারা সব সময় উৎসাহিত করতে চান। শুধু একজন নন,কয়েকজন বন্ধু মিলেও ভালো কিছু উদ্যোগ নেওয়া যায়। অনেকের ব্যক্তিগত অর্থের অভাব থাকলে ব্যাংক থেকে ঋণও নেওয়া যায়। তাই এই ধরনের আলোচনা সভা সফল করতে তারা ছাত্র-ছাত্রীদের সামনে হাজির করেছেন চেম্বার অব কমার্সের প্রতিনিধি, ব্যাংকের প্রতিনিধি আবার সফল শিল্পপতি। অর্থাৎ সবদিক থেকেই জ্ঞান আহরণ করে নিজেদের সমৃদ্ধ করতে পারবে ছাত্রছাত্রীরা। যা অদূর ভবিষ্যতে তা বাস্তবায়িত করতে সক্ষম হবে তারা।