বেঙ্গল নেক্সট্: পশ্চিম বর্ধমান: দুর্গাপুর:
স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরের বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে রবিবার দিনভর কর্মসূচি পালিত হয়। সকালে প্রভাত ফেরী দিয়ে অনুষ্ঠানের সূচনা। কচিকাঁচা থেকে বয়স্ক সকলেই এই প্রভাত ফেরীতে অংশ নেয় প্রভাত ফেরি টি বিধান নগর হাউসিং কলোনি পরিক্রমা করে। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও বিবেকানন্দের পূজো শুরু হয় মঞ্চেই। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন।
দুপুরে আয়োজন করা হয় নারনারায়ণ সেবার। এদিন সন্ধ্যায় মঞ্চ মাতান বিশিষ্ট সংগীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। সব মিলিয়ে উৎসবের আবহ বিধান স্মৃতি মঞ্চে।
সোমবারও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ।
বিধান স্মৃতি মঞ্চের কর্ণধার তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক মন্ডলীর সদস্য ও আইএনটিটিইউসির জেলা কোষাধ্যক্ষ দীপংকর লাহা জানান, স্বামীজীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা প্রতিবছর বিবেক চেতনা উৎসব পালন করে থাকেন। কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান ও সেবামূলক কাজের মাধ্যমে তারা এই সময়টা নিজেদের নিয়োজিত রাখেন।