বেঙ্গল নেক্সট্: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। ঠিক তার আগের দিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। যা নিয়ে রাজ্য জুড়ে ছড়িয়েছে জল্পনা। তাহলে কী মিঠুনই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন।
বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে গেরুয়া ঝান্ডা হাতে তুলে নেন ‘এমএলএ ফাটাকেষ্ট’। ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় বিজেপিতে যোগ দেন ‘বাঙালিবাবু’। তার পর থেকে কার্যত জান লড়িয়ে প্রচার করে গিয়েছেন তিনি। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ছুটে বেড়িয়েছেন ‘মিনিষ্টার ফাটাকেষ্ট’। মিঠুন বিজেপিতে যোগ দেওয়ার পর ওঠে সেই অবশ্যম্ভাবী প্রশ্ন, বিজেপি ক্ষমতায় এলে মিঠুনই কি বসবেন নবান্নের কুর্সিতে? মিঠুন অবশ্য এবার ভোটে প্রার্থী হননি। বরং প্রতিটি সভায় পইপই করে বলেছিলেন, কোনও কিছু পাওয়ার আশায় তিনি বিজেপিতে যোগ দেননি।
এদিন সকালে মিঠুন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। তার পরেই ছড়িয়েছে জল্পনা। রীতি অনুযায়ী, শপথ নেওয়ার পর নয়া মুখ্যমন্ত্রীকে রাজভবনে চায়ের আমন্ত্রণ জানান রাজ্যপাল। সেই প্রথার সঙ্গে এদিনের কোনওই সম্পর্ক নেই। তার পরেও জল্পনা থামছে কই? রাজভবন সূত্রে খবর, নিছকই সৌজন্য সাক্ষাতকারে রাজভবনে গিয়েছিলেন মিঠুন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও একটা পরিচয় রয়েছে ‘অন্যায় অবিচারে’র নায়কের। সেই পরিচয়ের ভিত্তিতেই তাঁকে রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে সূত্রের খবর। রাজভবন থেকে বেরিয়ে মিঠুনও বলছেন, আমি অসুস্থ হতে রাজ্যপাল আমার খোঁজ নিয়েছিলেন। সুস্থ হয়ে দেখা করে গেলাম।