বেঙ্গল নেক্সট্:আসানসোল:
আসানসোলের সালানপুর অবৈধ অস্ত্র কারখানা থেকে গ্রেফতার তিনজন ও বাড়ির মালিককে শুক্রবার আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়া হলো । তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। ধৃত তিনজন বিহারের মুঙ্গেরে র বাসিন্দা । মুঙ্গের থেকে সালানপুরে র রূপনারায়ণপুরের চিতলডাঙ্গায় একটি ঘর ভাড়া নিয়ে অস্ত্র তৈরির অবৈধ কারখানা খুলে বসে তারা। বৃহস্পতিবার পুলিশ এই কারখানার খবর পায়। সেখান থেকে ১২ টি নির্মীয়মান আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করা হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশের সিপি সুধীর কুমার নীলকান্ত জানান,’ধৃত রাজকুমার চৌধূরী, প্রবীণ কুমার ও মহম্মদ একবাল বিহারের মুঙ্গেরে র বাসিন্দা, এছাড়া বাড়ি র মালিক চিত্তরঞ্জনের বাসিন্দা, রেল ইঞ্জিন কারখানার কর্মী দিনেশ চৌধূরী কে গ্রেফতার করা হয়েছে, তাদের হেফাজতে নিয়ে পুরো চক্রটিকে ধরা র প্রচেষ্টা করা হবে’। এর আগে কুলটি ও বার্ণপুরে অবৈধ অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। সেই ঘটনাগুলির তদন্ত করছে পুলিশ। এবার তার সঙ্গে যোগ হোল সালানপুর।