শুভময় পাত্র: বেঙ্গল নেক্সট্:বীরভূমঃ
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পরেই মাড়গ্রাম থানার ছোট ডাঙ্গাল গ্রামের ক্যানেল পাড় থেকে ২০০ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট এর বগটুই গ্রাম পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মান্তিক ঘটনার কথা শোনার ও পরিস্থিতি দেখার পর তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন রামপুরহাটের এসডিপিও ও আইসি কে সাসপেন্ড করার। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকা ব্লক সভাপতি আনারুল হোসেন কে গ্রেপ্তারের নির্দেশ দেন। গ্রেফতার হন আনারুল হোসেন রামপুরহাটের তারাপীঠের কাছে একটি লজ থেকে। এরই সাথে মুখ্যমন্ত্রী ডিজি কে নির্দেশ দেন জেলায় যত বেআইনি অস্ত্র ও বোমা মজুদ তা যেন খুব তাড়াতাড়ি উদ্ধার করা হয়। সেইমতো শুক্রবার সকালে মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে উদ্ধার হোল প্রায় ২০০ টি তাজা বোমা। গ্রামের ক্যানেলের কাছে ছটি ব্যারেলে বোমা গুলি রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। অন্যদিকে, ধৃত তৃনমূল নেতা আনারুল হোসেনের ১৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে রামপুরহাট আদালত। আবার বগটুই কাণ্ডের তদন্ত কে করবে সেটাও নির্ধারিত হয়ে গেল শুক্রবার । সিবিআই এর হাতেই তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট। সিটের প্রতি অনাস্থা প্রকাশ করল উচ্চ ন্যায়ালয়। কলকাতা হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত করা হবে। এই নির্দেশ দেওয়ার পাশাপাশি হাইকোর্ট জানিয়েছে, এই ঘটনার তদন্ত করবে না সিট। রাজ্যকে সব ধরনের সহযোগিতা করতে হবে, পাশাপাশি হাইকোর্ট এও জানিয়েছে যে আগামী ৭ এপ্রিলের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।