বেঙ্গল নেক্সট্ ডেস্ক:
আসানসোলে কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর।কাঁচা বাদাম সুর তুলে ভূবন জয় করা বীরভূমের বাদাম বিক্রেতা ভূবন আসানসোলে পুর নির্বাচনে র প্রচারে এসে পাড়া মাতালেন। কোভিড সংক্রমণে র বৃদ্ধি র জেরে ভোট পিছিয়ে গেলেও কোভিড বিধি মেনে প্রার্থী রা যে ভোট প্রচার করছেন না তা সোমবার ভূবন বাদ্যকরের প্রচার দেখলে বোঝা যায়, অভিযোগ, আসানসোলের পড়িরা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ ভুবনকে প্রচারে নিয়ে এসে জনসমাগম করেছেন, উপস্থিত অনেকের মুখে মাস্ক ছিল না, সামাজিক দুরত্ববিধিও মানা হয়নি। যার ফলে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ । যদিও সেই অভিযোগ মানতে চাননি তৃণমূলের দাপুটে প্রার্থী । তার মতে, তিনি কোন বিধিভঙ্গ করেননি। অন্যদিকে, কোভিড আবহে এইধরনের জনসমাগম নিয়ে প্রশ্ন তুলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী বিধায়িকা অগ্নিমিত্রা পাল । তার মতে, সম্প্রতি আসানসোলে কোভিড আক্রান্তদের মৃত্যু হার বেড়েছে, দায়িত্বজ্ঞানহীনভাবে এইধরনের জনসমাগম করার ফলে কোভিড সংক্রমণ বাড়লে দায়ি থাকবে তৃণমূল ।
তবে সব ভুলে এলাকার বাসিন্দা রা ভুবনে র গান শুনলেন, আর বাদামও খেলেন,এরপর করোণা যাতে তাদের না ছোঁয়, এটাই প্রার্থনা ।