বেঙ্গল নেক্সট্: আসানসোল:
হোর্ডিং খোলা নিয়ে রাজনৈতিক তরজা আসানসোলে ।
রবিবার সকালে রাণীগঞ্জে এবং আসানসোল শহরের বিভিন্ন জায়গায় বিজেপির হোর্ডিং খোলা নিয়ে উত্তপ্ত হয়ে উঠলো রাজনৈতিক মহল। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস তাদের প্রচারের ফেষ্টুন খুলে ফেলছে, তৃণমূল কংগ্রেসের ফেষ্টুন থাকলেও বিজেপির ফেষ্টুন খুলে ফেলা হচ্ছে। এবিষয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, এরফলে সরাসরি তাদের সঙ্গে বিবাদে জড়াচ্ছে তৃণমূল, এর ফল ভালো হবে না। অন্য দিকে এবিষয়ে রাণিগঞ্জের বিধায়ক তৃণমূল নেতা তাপস বন্দ্যোপাধ্যায় জানান, আসানসোল লোকসভার উপনির্বাচনের দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। এব্যাপারে তাদের কাছেই প্রার্থী র লিখিত অভিযোগ জানানো উচিত।
যদিও এবিষয়ে আসানসোল পুর নিগমের কাউন্সিলর তৃণমূল নেতা অভিজিৎ ঘটকের দাবি, পুর এলাকায় হোর্ডিং এর দায়িত্ব বেসরকারি এজেন্সিকে দেওয়া হয়েছে। তাদের অনুমতি ছাড়া হোর্ডিং লাগানো য় এই পরিণতি।
এরমধ্যে তৃণমূল কংগ্রেস বা পুর নিগম কারোরই কোন ভূমিকা নেই।
প্রসঙ্গতঃ ১২ ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। এবার এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা ।