বেঙ্গল নেক্সট্ আসানসোল:
নৌকা পথে রমরমিয়ে চলছে অবৈধ কয়লা ও কোয়ার্জ পাথরের চোরাচালান। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত কালীপাথর গ্রামের পাশে মাইথনের জলাধারে চলছে রমরমিয়ে কয়লা এবং কোয়ার্জের পাথরের অবৈধ কারবার।
সালানপুরের বিভিন্ন জায়গা থেকে সাইকেলে করে অবৈধ কয়লা এনে জড়ো করা হচ্ছে জলাধারের ধারে। তারপর তা নৌকার মাধ্যমে পাচার হচ্ছে ঝাড়খণ্ড অঞ্চলে। ঠিক একইভাবে ঝাড়খণ্ড থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে কোয়ার্জ পাথর। যার বাজারে যথেষ্ট মূল্য রয়েছে । প্রতিদিন দিনের আলোয় চলা এই চোরাকারবার চালাচ্ছে এক শ্রেণীর চোরাকারবারি । অভিযোগ, হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ ও সালানপুর ব্লক প্রশাসন । স্থানীয় বাসিন্দাদের অনেকাংশ চাইছেন এই অবৈধ কারবার বন্ধে ব্যাবস্থা নিক পুলিশ প্রশাসন ।