বেঙ্গল নেক্সট্: দুর্গাপুর:
রবি ঠাকুরের স্পর্শমণি কবিতায় উল্লেখিত আছে মানকরের জীবন গোস্বামীর নাম। ‘ জীবন আমার নাম মানকরে মোর ধাম জিলা বর্ধমান ‘ । বর্ধমানের মানকরের গোঁসাইবেড়া গ্রামের বাসিন্দা ছিলেন জীবন গোস্বামী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও জেনেছিলেন তাঁর কথা। সেই জীবন গোস্বামীর জন্ম ভিটে স্মৃতি বিজড়িত গোঁসাইবেড়া ও শিকুটি পাড়ার সংযোগস্থলে একটি মন্দিরের ভিত্তিপ্রস্তার স্থাপন হল রবিবার। এই মন্দিরেই জীবন গোস্বামীর আবক্ষ মূর্তি বসানো হবে। সনাতন সংহতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ বিজেপি নেতা তথা বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপির ঘোষিত প্রার্থী দিলীপ ঘোষ। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক ডাঃ অয়ন চক্রবর্তী, বটকৃষ্ণ সাহা ও সুজিত বিশ্বাস এর মত মানুষজন।
দিলীপ ঘোষ অনুষ্ঠানে যোগ দিয়ে তার বক্তব্যে এই জায়গাকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার উপরে জোর দেন। সে ক্ষেত্রে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত হলেও অঙ্গীকার করেন।
কবিগুরু তার স্পর্শমনি কবিতায় জীবন গোস্বামীর মাধ্যমে ধর্মীয় চেতনা ও জীবন বোধের উন্মেষ ঘটিয়েছিলেন। সেই জীবন বোধের আদর্শ বাস্তবায়ন ঘটাতে চাইছে সনাতন সংহতি। চিকিৎসক ডাঃ অয়ন চক্রবর্তীর মত সমাজ সেবীরা চাইছেন এলাকায় তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষের স্বার্থে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন । তার পাশাপাশি তিনি চান, এই স্থান যেন অদূর ভবিষ্যতে সর্বসাধারণের জীবনবোধ ও ধর্মীয় চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করে।