বেঙ্গল নেক্সট্:
বীরভূমের দ্বিতীয় এবং একমাত্র বেসরকারি মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজে বৃহস্পতিবার থেকে শুরু হলো কার্ডিওলজি বিভাগ। প্রখ্যাত চিকিৎসক ড: ভবতোষ বিশ্বাস এর পৌরহিত্যে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রথম বর্ষের ডাক্তারি ছাত্র-ছাত্রীদের নিয়ে ।
গত ২৮ শে ফেব্রুয়ারি ডক্টর সিভি রমন এর “রমন প্রভাব” আবিষ্কারের দিনটিকে সারা ভারত বর্ষ ‘জাতীয় বিজ্ঞান দিবস’ হিসাবে পালন করেছে। এই বিশেষ দিনেই আনুষ্ঠানিকভাবে এমবিবিএস এর প্রথম বর্ষের বিদ্যালয় সংক্রান্ত শিক্ষাদান পর্ব শুরু করলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। যদিও শান্তিনিকেতন মেডিকেল কলেজ সরকারি স্বীকৃতি পাওয়ার পর থেকেই বিভিন্ন বিভাগে ছাত্র ভর্তির কাজ শুরু হয়ে যায় । পরীক্ষামূলক ভাবে ক্লাস চলছিল বেশ কিছুদিন আগে থেকেই। গত ২৮ শে ফেব্রুয়ারি “জাতীয় বিজ্ঞান দিবস” এর দিনই প্রথম বছরের এমবিবিএস এর প্রথম ব্যাচের বিদ্যালয় সংক্রান্ত শিক্ষাদান শুরু করলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ, একই সাথে এই দিনেই শুরু হয়েছে টেলিপ্যাথলজি বিভাগ। যেখানে দূর-দূরান্তের বহু মানুষ টেলি কনসালটেন্সির মধ্যে তাদের সমস্ত সুবিধা ভোগ করতে পারবে এই মেডিকেল কলেজের মাধ্যমে। বোলপুর সংলগ্ন এলাকায় এই ধরনের আধুনিক চিন্তা ভাবনায় চিকিৎসা বিজ্ঞানের অভিনবত্বের দৃষ্টান্ত সৃষ্টি করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আগামী দিনে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কেমোথেরাপির ব্যবস্থার পাশাপাশি আরো অন্যান্য বিভিন্ন বিভাগের উপরেও বিশেষ গুরুত্ব দেবেন বলে জানান শান্তিনিকেতন মেডিকেল কলেজ এর কর্ণধার মলয় পিট।