বেঙ্গল নেক্সট: পশ্চিম বর্ধমান:
রাণীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে একের পর এক স্পঞ্জ আয়রন কারখানার দূষণের জেরে জেরবার পার্শ্ববর্তী বক্তারনগর, মঙ্গলপুরসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। সম্প্রতি বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানা শ্রীসত্য গ্রুপ কোম্পানি তারা নতুন ইউনিট বসায় কিন্তু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র বসাইনি। এরফলে মাত্রাতিরিক্ত দূষণ সৃষ্টি হয় এলাকায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। গ্রামের বাসিন্দাদের চর্মরোগ সহ হাঁপানি ও হৃদযন্ত্রের রোগ, এমনকি ক্যান্সারের মতো মারণ রোগেরও সৃষ্টি হয়। দূষণ নিয়ন্ত্রণের দাবিতে সম্প্রতি আন্দোলনে নামে বক্তারনগর গ্রাম বাঁচাও কমিটি। তাদের আন্দোলনের জেরেই নতুন ইউনিট আপাতত বন্ধ রেখেছে বেসরকারি ওই স্পঞ্জ আয়রন কারখানা। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে কারখানায় আসেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক। তারা গ্রাম বাঁচাও কমিটির প্রতিনিধি ও কারখানার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এই সময়ে এলাকার বাসিন্দারা কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে।
বৈঠকের পর তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, মন্ত্রী মলয় ঘটক তিনি এই সমস্যা নিয়ে গ্রামবাসী ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে দূষণ যাতে নিয়ন্ত্রণে থাকে তার ব্যবস্থা হবে। পাশাপাশি সি এস আর প্রকল্পে এলাকায় উন্নয়নের ব্যবস্থা করা হবে।
অন্যদিকে গ্রাম বাঁচাও কমিটির পক্ষে জয়দেব খাঁ বলেন, দুষণ নিয়ন্ত্রণে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই গ্রামবাসীদের স্বার্থে দূষণ নিয়ন্ত্রণ করতেই হবে।