বেঙ্গল নেক্সট্: দুর্গাপুর:
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভিনব উদ্যোগ। কনস্টেবল থেকে অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর পদে উন্নীত পুলিশ কর্মীদের ঘটা করে সম্বর্ধনা দেওয়া হল। দুর্গাপুর জোনাল ডিসিপি অভিষেক গুপ্তার উদ্যোগে এই পদোন্নতি সমারোহের আয়োজন করা হয় সিটি সেন্টারস্থিত সৃজনী অডিটোরিয়ামে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব জোনের আওতাধীন উনিশজন কনস্টেবল সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এ উন্নীত হন। বুধবার তাদের হাতে ফুলের তোড়া, পেন ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়, এসিপি অন্ডাল পিন্টু সাহা, সিআই দুর্গাপুর(এ) রণবীর বাগ, সিআই দুর্গাপুর (বি) পিন্টু মুখোপাধ্যায় ও সিআই বুদবুদ পীযূষ কান্তি লায়েক তাদের বরণ করে নেন। অনুষ্ঠানে দুর্গাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়, কোক ওভেন থানার ওসি সুদীপ্ত প্রামাণিক, ওসি অন্ডাল তন্ময় রায়, ওসি ফরিদপুর সন্দীপ দাস, ওসি বুদবুদ মনোজিৎ ধারা,ওসি নিউ টাউনশিপ মানব ঘোষ ও ওসি দুর্গাপুর ট্রাফিক সন্দীপ সোম উপস্থিত ছিলেন। পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মীদের বিষয়ে দু-চার কথা বলেন প্রতিটি থানার ওসিরা।
অনুষ্ঠানের আয়োজন এর জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় দুর্গাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় ও সিটি সেন্টার থানার আইসি কারতার সিং কে।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মীদের পরিবারকেও। কারো স্ত্রী, কারো সন্তান রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকেও এই ধরনের অনুষ্ঠানের প্রশংসা করা হয়।
ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা বলেন, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীর নির্দেশে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মীদের উৎসাহ প্রদান ও তাদের বাড়তি দায়িত্ব সম্পর্কে অবহিত করাই উদ্দেশ্য।
এতদিন পুলিশ বিভাগে পদোন্নতি নিয়ে এইধরনের সম্বর্ধনা অনুষ্ঠানে র আয়োজন হয়নি। সম্প্রতি রাজ্য পুলিশ ডাইরেক্টরেট এইধরনের সম্বর্ধনা অনুষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তাই এদিন সম্বর্ধনা প্রাপকেরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে গর্ব অনুভব করেন।