শুভময় পাত্র: বেঙ্গল নেক্সট্: বীরভূমঃ
সবুজ আবিরে ঢাকলো বোলপুরের আকাশ। বীরভূম জেলায় ৫ টি পৌরসভার প্রত্যেকটিতেই তৃণমূলের জয়। রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া ও বোলপুর পৌরসভা প্রত্যেকটিতেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছে বিপুল ভোটে। বোলপুর পৌরসভার ২২ ওয়ার্ডেই জয়ী তৃণমূল।রাজ্যের পাশাপাশি বীরভূমের মোট পাঁচটি পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হলো মঙ্গলবার। একেবারে বিরোধীশুন্য বীরভূমের চার পুরসভা ,বোলপুর,সিউড়ি,দুবরাজপুর ও সাঁইথিয়া। শুধুমাত্র রামপুরহাটে একটি ওয়ার্ডে জয় পেয়েছে বামফ্রন্ট । বোলপুরের মোট 22 টি ওয়ার্ডের মধ্যে আগে থেকেই নয়টি ওয়ার্ডে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ১৩ টি ওয়ার্ডের নির্বাচন হয়েছিল গত ২৭ শে ফেব্রুয়ারি, আজ মঙ্গলবার তারই ফলাফলের পর জানা গেল বাকি ১৩ টি ওয়ার্ড তৃণমূলের দখলে গেল। বুধবার সকাল থেকেই বোলপুর উচ্চ বিদ্যালয় চত্বরে গণনা পর্ব শুরু হয়েছিল আর সেখানেই প্রচুর ব্যাবধানে জয়লাভ করে তৃণমূলের প্রার্থীরা। বোলপুর পৌরসভার প্রাক্তন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন পর্ণা ঘোষ, সদস্য ওমর শেখ ও সুকান্ত হাজরা বিপুল ভোটে জয়লাভ করায় তাদের বক্তব্য, এই জয় উন্নয়নের জয়। যদিও বিরোধীরা বোলপুরের এই নির্বাচনটিকে আগেই প্রহসন’ আখ্যা দিয়েছেন, এই নির্বাচন পদ্ধতি একেবারেই অগণতান্ত্রিক বলে মনে করছেন সিপিআইএম থেকে শুরু করে বিজেপি সংগঠন। যদিও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের জন্য যেসমস্ত উন্নয়নমুখী প্রকল্প ও তার রূপায়ন করেছেন তারই ফল এই পৌর নির্বাচনে প্রকাশ পেয়েছে। তাই বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিজয় মিছিলের সবুজ আবিরে রেঙে যায় বোলপুরের আকাশ বাতাস ।