শুভময় পাত্র:বেঙ্গল নেক্সট্:বোলপুর:
শপথ গ্রহন করলেন বোলপুরের পৌর প্রতিনিধিরা। শপথ বাক্য পাঠ করান বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ। ২০২২ এর পৌর নির্বাচনের ফলাফলের পর নবনির্বাচিত পৌর প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো বোলপুর ডাকবাংলো ময়দানে। গত ২৭ শে ফেব্রুয়ারি বোলপুরের মোট পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়, মোট ২২ টি ওয়ার্ডে র মধ্যে ১০ টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়লাভ করেছিলেন। বাকি ১২ টি ওয়ার্ডে ২৭শে ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর ৩রা মার্চ ফলাফল ঘোষিত হয়। যেখানে বাকি ১২ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বিপুল ভোটে জয়লাভ করেন। দুদিন আগেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল তার তত্ত্বাবধানে থাকা বীরভূমের পাঁচটি পৌরসভা ও পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার পৌরপতি ও উপ পৌরপতি দের নাম ঘোষণা করে দিয়েছিলেন। যেখানে বোলপুর পৌরসভার পৌরপতির দায়িত্বভার গ্রহণ করেছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পর্ণা ঘোষ, উপ পৌরপতির দায়িত্ব পেয়েছেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর শেখ। নবনির্বাচিত পৌরপ্রধান পর্ণা ঘোষ জানান, বোলপুর শহরের উন্নয়নমূলক কাজে তিনি ব্রতী হবেন।
অন্যদিকে বুধবার সিউড়ি পৌরসভার নবনির্বাচিত পুরপিতাদের শপথ গ্রহণ হয়। পৌরপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহন করেন অঞ্জন কর ও উপপৌরপ্রধান হিসেবে দায়িত্ব নেন বিদ্যাসাগর সাউ। সাঁইথিয়া পৌরসভায় পৌরপ্রধান হিসেবে বিপ্লব দত্ত,উপ পৌরপ্রধান হিসেবে কাজী কামাল হোসেন, রামপুরহাট পৌরসভায় পৌরপ্রধান হিসেবে সৌমেন ভকত ও উপ পৌরপ্রধান হিসেবে সুব্রত মেহেরা অন্যদিকে দুবরাজপুর পৌরসভায় পৌরপ্রধান হিসেবে পীযুষ পান্ডে উপপৌরপ্রধান হিসেবে মির্জা সওকত আলী দায়িত্বভার গ্রহন করেন।