শুভময় পাত্র:বেঙ্গল নেক্সট্:শান্তিনিকেতন:
উচ্চমাধ্যমিক পরীক্ষা বয়কট বিশ্বভারতীতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে সেই দাবিতে সোমবার বিশ্বভারতীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্ধারিত দিনে এসে পরীক্ষা বয়কট করল। বিশ্বভারতীর শিক্ষাসত্র এবং পাঠভবনের প্রায় 200 জন ছাত্র-ছাত্রীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সোমবার। বাংলা প্রথম ভাগের। পরীক্ষার্থীদের বক্তব্য যে টেস্ট পরীক্ষার তিন মাস পর সাধারণত ফাইনাল পরীক্ষা হয়, কিন্তু এ বছর টেস্ট পরীক্ষার এক মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়াও ৬০ শতাংশ সিলেবাস এর ওপর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও পরে জানানো হয় যে ১০০ শতাংশ সিলেবাসের ওপরই পরীক্ষা নেওয়া হবে, যেখানে স্কুলগুলি তাদের পাঠ্য পুস্তক এখনো শেষ করতে পারেনি । এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড টি ছাত্রদের দেওয়া হয়েছে সেটিও কোনরকম গ্রহণযোগ্যতা নেই বলে মনে করছেন ছাত্রছাত্রীরা।
অন্যদিকে এই পরিস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে । সেইসঙ্গে স্কুল হষ্টেলগুলি বন্ধ করে মঙ্গলবার বিকেলের মধ্যে তা খালি করার নির্দেশ দিয়েছে ।