বেঙ্গল নেক্সট্:
নির্বাচনের দিন ঘোষণার আগেই ব্রিগেডের সমাবেশ থেকে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ঘোষণা করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।। যদিও ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের নাম ঘোষণা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ব্রিগেডের ভিড়ে ঠাসা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বিঁধেছেন বিভিন্ন ইস্যুতে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদির গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলে মমতার গ্যারান্টি র কথা বলেন।
এবার প্রার্থী তালিকাতেও চমক থাকলো তৃণমূলের। বহরমপুর থেকে জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে বহরমপুরের বর্তমান সংসদ রবিনহুড অধীর রঞ্জন চৌধুরীকে কড়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিল রাজ্যের শাসক দল। পাশাপাশি অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় কে হুগলিতে প্রার্থী করে আর এক অভিনেত্রী বিজেপি র বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী করে দেওয়ায় এই লোকসভার লড়াই আলাদা মাত্রা পেল। এছাড়া বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ, ঘাটালে দেব, মেদিনীপুরে জুন মালিয়া, বীরভূমের শতাব্দী রায়, যাদবপুরে সায়নী ঘোষ ও তমলুকে দেবাংশু এবং মালদা উত্তরে সদ্য প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দোপাধ্যায়ের নাম তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষিত হল এ দিন। তবে এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন যাদবপুর ও বসিরহাটের দুই সাংসদ অভিনেত্রী মিমি ও নুসরৎ, এবং কাঁথি ও তমলুক লোকসভার দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী সহ সাত বিদায়ী সাংসদ।
তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা: