বেঙ্গল নেক্সট: দুর্গাপুর:
এবার দক্ষিণবঙ্গের গৃহস্থে ‘মনের শান্তি’ র খোঁজ নিয়ে এলো গোদরেজ সিকিউরিটি সলিউশনস।
দক্ষিণবঙ্গে প্রথম আধুনিকতম লকারের সম্ভার নিয়ে এক্সক্লুসিভ শোরুম চালু হল দুর্গাপুর সিটি সেন্টারে। সত্যেন্দ্রনাথ দত্তের জ্যোতি কমার্শিয়াল কর্পোরেশন গোদরেজ এর এই শোরুম তৈরি করলো। মঙ্গলবার এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদরেজ সিকিউরিটি সলিউশনস এর বিজনেস হেড পুষ্কর গোখলে।
পুষ্কর বলেন, গোদরেজ হলো ভারতবর্ষে ১২০ বছরের পুরনো এমন একটি সংস্থা যার সঙ্গে নিরাপত্তা শব্দ সমার্থক। তালা ও লকারের ক্ষেত্রে বাজারের ৬০ শতাংশ দখল করে আছে এই সংস্থা। পাশাপাশি গৃহস্থের লকারের ক্ষেত্রে যার দখলে বাজারের আশি শতাংশ’।
নিরাপত্তার বিভিন্ন মাপকাঠি সহ অত্যাধুনিক ডিজিটাল লকারের সম্ভার রয়েছে এই শোরুমে। যার নবতম সংযোজন এমন একটি ডিভাইস যা যেকোনো লকারের সঙ্গে সংযুক্ত করা যায়। যার ফলে লকারটি অজানা কারোর সংস্পর্শে এলে পুরো জায়গাটি ধোঁয়ায় ভরে যাবে। সঙ্গে সঙ্গে পাঁচটি মোবাইলে বিপদ সংকেত চলে যাবে এবং ফোন কল হবে। একই সঙ্গে বিপদ ঘন্টি বেজে উঠবে অনবরত। বেগতিক দেখে দুষ্কৃতীরা সেখান থেকে পালাতে বাধ্য হবে । যা লকারের নিরাপত্তার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছে গোদরেজ কর্তৃপক্ষ। যে ডিভাইসটির বাজার মূল্য এক লক্ষ টাকার কম বলে কর্তৃপক্ষ জানান।
৮ হাজার থেকে শুরু গোদরেজের হোম লকার, বিভিন্ন বৈশিষ্ট্য যোগ হওয়ার সাথে যার দাম ক্রমবর্ধমান।
তাজমহল থেকে কুতুব মিনার, অজন্তা ইলোরা গুহা এমনকি স্টেট ব্যাঙ্ক, মুথুট ফিনান্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো নামিদামি সংস্থার সঙ্গে গোদরেজ সিকিউরিটি সলিউশন যুক্ত। এবার তারা বাড়ির মূল্যবান সামগ্রী,অর্থ এবং গহনার নিরাপত্তায় অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত।