বেঙ্গল নেক্সট্: কম খরচে অক্সিজেন তৈরীর যন্ত্র Oxygen concentrator ‘প্রাণায়াম’ তৈরি করে আশার আলো দেখালো দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি । ‘মেক ইন ইন্ডিয়া’ য় পুরো দেশীয় প্রযুক্তি তে যা তৈরি করেছেন এনআইটি র বিজ্ঞানী শিবেন্দু শেখর রায় । যা তৈরি করতে খরচ হয়েছে অনেক কম। বাজারজাত করার পর মাত্র ৩০ হাজার টাকায় মিলতে পারে এই যন্ত্র । করোণা আবহে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা মেটাতে এই যন্ত্র এখন মুশকিল আসান। পৃথিবী জুড়ে এই চাহিদা ক্রমবর্ধমান । এই যন্ত্রের মাধ্যমে উৎপাদিত অক্সিজেনের মাধ্যমে উপকৃত হবেন শ্বাসকষ্টের সমস্যায় ভোগা করোনা আক্রান্ত রোগীরা। পরীক্ষামূলকভাবে হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে পাঠানো হয়েছে একটি যন্ত্র । বর্তমানে অনেক কনসেনট্রেটর বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, সেক্ষেত্রে ‘প্রাণায়াম’ বানিজ্যিকভাবে উৎপাদন হলে চাহিদা র অনেকাংশ মেটাতে সক্ষম হবে। তারজন্য ইতিমধ্যেই বেসরকারি উৎপাদক সংস্থা র সঙ্গে কথাবার্তা শুরু করেছে এনআইটি কর্তৃপক্ষ ।