বেঙ্গল নেক্সট্: এবার অনলাইনে অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটার বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা। প্রতারিত আসানসোলের কুলটি র একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি।
কুলটি অঞ্চলে করোণা আক্রান্তদের বিভিন্নভাবে সাহায্য করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আক্রান্তদের অক্সিজেনের অভাব মেটাতে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটার কিনতে চেয়েছিলেন সংস্থার প্রতিনিধি অঙ্কিতা সরকার। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সংস্থা র বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন অঙ্কিতা ।
দশ লিটারের মোট পাঁচটি অক্সিজেন সিলিন্ডারের জন্য ৫৭হাজার ২৩০ টাকা সংস্থা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠতে বলে, সেইমতো টাকা পাঠিয়ে দেওয়া হয় , কিন্তু সংস্থা থেকে কুলটি পাঠানো হয়নি অক্সিজেন সিলিন্ডার । সন্দেহ হওয়ায় কুলটি থানা ও আসানসোল সাইবার ক্রাইমে র দ্বারস্থ হয়েছেন অঙ্কিতা । আর কেউ যাতে এইধরনের প্রতারণার শিকার না হয়, তারজন্য কড়া পুলিশী পদক্ষেপের দাবি জানান তিনি । আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষে আবেদন জানানো হয়েছে,সোশ্যাল মিডিয়ায় কোন বিজ্ঞাপন দেখে কেউ যেন প্রলোভনে র ফাঁদে না পড়েন। সত্যতা যাচাই করে তবেই যেন সবাই অনলাইনে কেনাকাটা করেন।