বেঙ্গল নেক্সট্:
এই প্রথম দুর্গাপুর শহরে হতে চলেছে মেক আপ ফেস্টিভ্যাল । পশ্চিম বর্ধমানের আসানসোল এবং দুর্গাপুর মহকুমার মেক আপ আর্টিস্টদের নিয়ে হতে চলেছে এই মেকআপ ফেস্টিভ্যাল । আগামী ডিসেম্বর মাসে এই ফেস্টিভাল হতে চলেছে । সমস্ত মেক আপ শিল্পীকে এক ছাতার তলায় আনার জন্য একটি রেজিস্টার্ড সংগঠন তৈরি করা হয়েছে । যার নাম দেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর সাব ডিভিশন মেক আপ আর্টিস্ট এসোসিয়েশন । দুর্গাপুরের সিটিসেন্টারে একটি হোটেলে বুধবার এই ফেস্টিভ্যালে র আনুষ্ঠানিক ডিজিট্যাল পোষ্টার উদ্বোধন করা হোল এদিন। উদ্যোক্তা চয়েস ফাউন্ডেশন । চয়েস ফাউন্ডেশন এর চেয়ারম্যান কৃষ্ণেন্দু লায়েক জানান, আমরা সমস্ত মেকআপ আর্টিস্টদের এক ছাতার তলায় আনার চেষ্টা করছি । সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রায় তিন হাজার সদস্য রয়েছে । সকলকে সমস্ত রকম সহযোগিতা ও নিরাপত্তা দিতে এই সংগঠন তৈরি করা হলো । এই সংগঠনের সহ-সভাপতি মৌপর্না অধিকারী জানান, মহিলা মেকআপ আর্টিস্টদের জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে হয় ।মেকআপ করার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার ও ঝাড়খন্ডেও যেতে হয় । কিন্তু অনেক সময় বিভিন্ন ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভোগেন তখন নিজেদের খুব অসহায় মনে হয় । অনেক সময় তারা সঠিক পারিশ্রমিক পাওয়া থেকে বঞ্চিত হন। সংগঠন না থাকার কারণে কিছু করারও ছিল না তাদের । তাই এই সংগঠন তৈরি করা খুবই জরুরী ছিল । সংগঠনের সভাপতি নিনা সিকদার জানান, এই পেশায় এখন অনেক মেয়েরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণ নিতে এগিয়ে আসছে । এই ফেস্টিভ্যালের মাধ্যমে তাদেরকে আমরা সেই সহযোগিতা করব । মেক আপ ফেস্টিভ্যাল হয়ে উঠবে মেক আপ আর্টিস্টদের মিলনক্ষেত্র।