পশ্চিম বর্ধমান: বেঙ্গল নেক্সট্:
প্রতি বছরের মতো এবারেও গ্রীষ্মকালে বিভিন্ন ব্লাডব্যাঙ্কে রক্তের সঙ্কট দেখা দেওয়ায় পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা স্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এক্ষেত্রে পিছিয়ে নেই রাণিগঞ্জ থানা। বৃহস্পতিবার রাণিগঞ্জ থানা চত্বরে আয়োজিত হোল স্বেচ্ছা রক্তদান শিবির। আসানসোল মহকুমা স্বেচ্ছা রক্তদান ফোরামের কর্ণধার প্রবীর ধর ,আসানসোল ব্লাডব্যাঙ্কের সহযোগিতায় রাণিগঞ্জ থানা এই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে। পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম এদিন রানিগঞ্জ থানায় এসে রক্তদাতাদের হাতে সংশাপত্র তুলে দেন । স্বেচ্ছা রক্তদান শিবির 'উৎসর্গ' শুধু একদিন নয়, এরকম আরো রক্তদান শিবির আয়োজন করে রক্ত সঙ্কটের মোকাবিলা করতে রাণিগঞ্জ থানা প্রস্তুত বলে দাবি করেন রাণিগঞ্জ থানার আই সি সুদীপ দাসগুপ্ত।
অন্যদিকে, পুলিশ কমিশনার জানান, যেভাবে রাণিগঞ্জ থানা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে তা যথেষ্ট প্রশংসাযোগ্য, এইধরনের সমাজসেবামূলক কাজে রাণিগঞ্জ থানা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিবিরে উপস্থিত অ্যাসিসটেন্ট কমিশনার তথাগত পান্ডে জানান, শুধু রক্তদান শিবিরের আয়োজন নয়, আগামী দিনে বিভিন্ন প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সমাজের মুলস্রোতে ফেরার প্রচেষ্টায় যারা দিনরাত এক করছেন, রাণিগঞ্জ থানার পুলিশ তাদের পাশে ও সঙ্গে থাকবে।
এদিনের রক্তদান শিবিরে ৫২ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যাদের মধ্যে অধিকাংশই পুলিশ কর্মী ।