বেঙ্গল নেক্সট্: দুর্গাপুর আয়কর ভবনে এক সেমিনার আয়োজন করা হয়। যেখানে দুর্গাপুর ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, চার্টার্ড অ্যাকাউন্টেট ও আয়কর দফতরের পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন । প্রায় একঘন্টা ধরে চলা এই সেমিনারে সিবিডিটি র সার্কুলার ২২/২০২২ নিয়ে সবিস্তারে বর্ণনা করেন আয়কর দফতরের ডেপুটি কমিশনার চন্দ্রভানু মন্ডল। তিনি বলেন চ্যারিটেবল সংস্থা র জন্য ১০এ ফর্ম জমা দেওয়ার সময়সীমা ২৫শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ।অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়া সবিস্তারে বুঝিয়ে দেন তিনি। তিনি বলেন, নতুন কিম্বা পুরানো সংস্থা যারা আয়কর আইনের ধারা ১০(২৩সি),১১ ও ১২ এ ছাড় পেতে চান, তাদের পুনরায় আবেদন করতে হবে নতুন রেজিষ্ট্রেশন,রি-রেজিস্ট্রিশন বা অ্যাপ্রুভাল এর জন্য। সেইজন্য ফর্ম ১০এ দাখিল করতেই হবে। এইধরনের সেমিনার মাঝেমধ্যে আয়োজন করার প্রয়োজন আছে বলে দাবি করেন অংশগ্রহণকারীরা।
বুধবার অনুষ্ঠিত এই আলোচনা সভায়আয়কর দফতরের ডেপুটি কমিশনার চন্দ্রভানু মন্ডল ছাড়া জয়েন্ট কমিশনার টি রামালিঙ্গমসহ ডেপুটি কমিশনার গৌরাঙ্গ চন্দ্র দাস ও আয়কর আধিকারিক চিত্তরঞ্জন মন্ডল উপস্থিত ছিলেন।