বেঙ্গল নেক্সট্ : দুর্গাপুর:
বৃহস্পতিবার সকাল থেকে সাজ সাজ রব দুর্গাপুরের ফুলঝোড় সার্বজনীন মন্দির প্রাঙ্গণে । উপলক্ষ্য আসন্ন দুর্গাপুজোর মন্ডপসজ্জার খুঁটিপুজো। লালপাড় সাদা শাড়িতে সজ্জিত হয়ে হাজির পুজো কমিটির মহিলা সদস্যারা। মন্দিরের পুরোহিতরা পুজোর জোগাড় নিয়ে বসে রয়েছেন। তারপর পুজো হোল সাড়া। পুজো কমিটির চেয়ারম্যান তথা দুর্গাপুর পুর নিগমের প্রশাসক দীপঙ্কর লাহা নারকেল ফাটিয়ে শুভকাজের সূচনা করলেন।
কমিটির সভাপতি ডাঃ উদয়ণ চৌধূরী থেকে একে একে কমিটির পদাধিকারীরা নারকেল ফাটালেন। এরপর ফুল দিয়ে সাজানো খুঁটি পোতা হোল।
এবছর এই দুর্গাপুজো ৩২ তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও মন্ডপসজ্জা, প্রতিমা ও আলোকসজ্জায় থাকছে অভিনবত্ব, জানালেন দীপঙ্কর লাহা । বিশিষ্ট শিল্পী চঞ্চল আচার্য এবার এই পুজো কমিটির মন্ডপসজ্জার থিম পরিচালনার দায়িত্বে। পুজো কমিটির কোষাধ্যক্ষ শুভজ্যোতি মজুমদার জানান, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফে পুজো কমিটির অনুদান এবছর ১০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করায় তারা খুব খুশি। মুখ্যমন্ত্রী বাংলার সৃষ্টি ও কৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন।
এবার পুজোর থিমে আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মেলবন্ধন ঘটাবে ফুলঝোড় সার্বজনীন । শুধু ফুলঝোড় বা দুর্গাপুর নয়, দক্ষিণবঙ্গের অন্যতম আকর্ষণীয় পুজো হতে চলেছে এবার ফুলঝোড় সার্বজনীন, এমনই দাবি, পুজো কমিটির ।