বেঙ্গল নেক্সট্: ‘মনিরুল ইসলাম ক্রিমিনাল। ওকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিলাম।’ মঙ্গলবার বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের আমোদপুরে এই ভাষাতেই নির্দল প্রার্থী মনিরুল ইসলামকে নিশানা করলেন এই জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা ডেবরার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর।
এক সময়ের তৃণমূলের দাপুটে নেতা মনিরুল ইসলাম লাভপুরের বিধায়ক ছিলেন। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও এবির টিকিট পাওয়া থেকে বঞ্চিত হন তিনি। তাই তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে ভোট ময়দানে নেমেছেন। অতীতে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় নাম জড়ায় তার।
লাভপুরে যে মনিরুল একটা ফ্যাক্টর, তা জানেন প্রাক্তন আইপিএস হুমায়ুনও। সেই কারণেই এদিন হুমায়ুন তীব্র আক্রমণ শানান লাভপুরের এই নির্দল প্রার্থীকে। তিনি বলেন, মনিরুল ইসলাম একটা ক্রিমিনাল। ওকে আমি ধরেছিলাম। প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছিল। স্বীকারও করেছিল অনেক কিছু। কোমরে দড়ি দিয়ে ঘুরিয়েছিলাম। ও নিজেই বলে, পায়ের তলায় তিনজনকে পিষে মেরেছে। মানুষ ২৯ তারিখে ওকে বুঝিয়ে দেবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা, মনিরুল নামক নির্দল কাঁটায় বিদ্ধ হতে পারেন রাজ্যের শাসক দলের প্রার্থী অভিজিৎ সিংহ । সেইকারনে অভিজিতের সমর্থনে প্রচারে এসে হুমায়ুন নিশানা করলেন মনিরুলকে। যদিও অভিজিৎ ওরফে রাণা নিজে জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী। এক্ষেত্রে সিংহের পরাক্রমে মনিরুল ধরাশায়ী হন কিনা সেটাই দেখার।