বেঙ্গল নেক্সট্: বুধবার ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার বরাবরই শুভ হয়ে দেখা হয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর রাজনৈতিক জীবনে। তাই বৃহস্পতিবারের চেয়েও বুধবারকে তিনি বেশি গুরুত্ব দেন বলে গুঞ্জন। সেই প্রথা মেনেই তৃতীয়বারের জন্য নবান্নের কুর্সিতে ফিরতে তিনি বেছে নিয়েছেন বুধবারকে। সোমবার সাংবাদিক সম্মলেনে তিনি জানিয়েও দিয়েছেন ৫ এপ্রিল বুধবার শপথ নেবেন তিনি। ওই দিনই জানা যাবে তাঁর নয়া মন্ত্রিসভার নতুন মুখ কারা।
চলতি বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন বুধবার। ভবানীপুর ছেড়ে মমতা এবার প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রামে। সেখানেও মনোনয়ন জমা দিয়েছেন সেই বুধবার। এবার শপথও নেবেন বুধবার। সেদিনই জানা যাবে কে কে ঠাঁই পাবেন তাঁর নয়া মন্ত্রিসভায়। পরিবহণ দফতর ছেড়ে শুভেন্দু অধিকারী গিয়েছেন বিজেপিতে। সেখানে ফেরানো হতে পারে মদন মিত্রকে। বনমন্ত্রীর দফতর ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় নাম লিখিয়েছেন গেরুয়া খাতায়। তাই তার আসনও ফাঁকা। শোনা যাচ্ছে বনমন্ত্রী পদে বসানো হবে কাঞ্চন মল্লিককে। দলের দুর্দিনে পাশে দাঁড়ানোর পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হতে পারে এই দফতরের দায়িত্ব। বয়সজনিত কারণে এবার ভোটে দাঁড়াননি অমিত মিত্র। তাই অর্থমন্ত্রী কে হবেন তা নিয়ে চলছে টানাপোড়েন। শোনা যাচ্ছে, অর্থমন্ত্রীর গুরুদায়িত্ব এবার মমতা তুলে দিতে পারেন ম্যানেজমেন্টের কৃতি ছাত্র পার্থ চট্টোপাধ্যায়ের হাতে। পার্থ অর্থমন্ত্রী হলে শূন্য হবে তাঁর দফতর। সেখানে বসানো হতে পারে ব্রাত্য বসুকে। ব্রাত্য অধ্যাপক। তাই তাঁকেই ওই দফতরে যোগ্য মনে করতে পারেন মমতা। এঁরা ছাড়াও এবারও মন্ত্রী হবেন মলয় ঘটক, ববি হাকিম ও অরূপ বিশ্বাস। এখন প্রথম দফায় মমতা কাদের পাশে চান সেটাই দেখার।