বেঙ্গল নেক্সট্: ৫ই মে, বুধবার সকাল ১০.৫৫ মিনিটে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড় । রাজ্যে র মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বিজেপির দিলীপ ঘোষ, কংগ্রেসের অধীর চৌধূরী, সিপিএম এর বিমান বসু ,প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমন্ত্রিত থাকলেও বিরোধীদের মধ্যে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য ।
শপথগ্রহণ অনুষ্ঠানে র পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী কে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর নিজের দফতরে গিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিনই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যে ভ্যাকসিন ও অক্সিজেন স্বাভাবিক করার আবেদন জানান তিনি। যদিও বিধায়ক পদে হেরেও মমতার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়াকে কটাক্ষ করতে ভোলেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।