বেঙ্গল নেক্সট্ : বিজেপি ক্ষমতায় এলে বাংলার উৎকর্ষ সাধন হবে। ইস্তাহারে এমনই প্রতিশ্রুতি দিল পদ্ম নেতৃত্ব। রবিবার প্রকাশিত হয় ওই ইস্তাহার। নোবেলের সমান বিশ্বমানের টেগর সম্মান দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
সোনার বাংলা গড়ার আশ্বাস দেওয়া হয়েছিল আগেই। এবার বাংলার উৎকর্ষ সাধনে গুচ্ছ সংকল্প নিল বিজেপি। এদিন প্রকাশিত সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছে, বাংলা’কে কাজের ভাষা করা হবে। সব সরকারি কাজ হবে বাংলায়। দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা পাঠ আবশ্যিক করা হবে। বিশ্বের প্রতিভাকে সম্মান জানাতে নোবেল প্রাইজের আদলে টেগর প্রাইজ ও অস্কারের আদলে সত্যজিৎ রায় আওয়ার্ড চালু করা হবে। বাংলাকে দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তুলতে ১১ হাজার কোটি টাকার সোনার বাংলা তহবিল গড়া হবে। কলকাতায় গড়া হবে বিশ্বমানের সোনার বাংলা মিউজিয়াম। পুরোহিতদের মাসিক ৩০০০টাকা সাম্মানিক দেওয়া হবে। ৬০ বছরের ওপর বয়স যে সব কীর্তনিয়ার, তাঁদেরও মাসিক ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে। গঙ্গাসাগর মেলার প্রচার ও প্রসারের উদ্দেশে ২৫০০ টাকার তহবিল গড়া হবে। মহা ধুমধামে নেতাজির জন্ম দিবসকে পড়াক্রম দিবস হিসেবে পালন করার আশ্বাসও দেওয়া হয়েছে সংকল্পপত্রে।