বেঙ্গল নেক্সট্: শেষমেশ কলকাতার ভোটার হলেন বিজেপিতে যোগ দেওয়া জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ল তাঁর প্রার্থী হওয়ার ব্যাপারে।
বাম জমানায় প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মিঠুনের। পরবর্তী কালে ‘অন্যায় অবিচার’এর নায়ককে দেখা যায় ঘাসফুল শিবিরে। সম্প্রতি ব্রিগেডে বিজেপির জনসভায় গিয়ে ‘মহাগুরু’ মিঠুন যোগ দেন বিজেপিতে। তারপরেই তাঁর প্রার্থী হওয়ার ব্যাপারে জল্পনা ছড়ায়। তবে রাজ্যের ভোটার না হওয়ায় মিঠুন প্রার্থী হবেন না বলে জানিয়ে দেন। এর পরেই কলকাতার ভোটার তালিকায় ‘বাঙালিবাবু’র নাম তোলার তোড়জোড় শুরু হয়। শেষমেশ নামও ওঠে। ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে মিঠুন বসন্ত চক্রবর্তী।
তারপরেই ফের ‘এমএলএ ফাটাকেষ্ট’র বিজেপির প্রার্থী হওয়ার জল্পনা জোরালো হয়।
কলকাতার যে বাড়ির ঠিকানার ভোটার মিঠুন সেটি তাঁর বোনের বাড়ি। কলকাতায় এলে মাঝে মধ্যে রাজা মণীন্দ্র রোডের এই বাড়িতে ওঠেন মিঠুন। সেটাই আপাতত তাঁর নয়া ঠিকানা। এখন দেখার কোন কেন্দ্রে প্রার্থী হন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’!