শেষমেশ সত্যি হল জল্পনাই! গেরুয়া শিবিরে যোগ দিলেন শান্তিকুঞ্জের কর্তা প্রবীণ তৃণমূল নেতা শিশির অধিকারী। ব্যথিত হৃদয়ে তিনি যে বিজেপির মঞ্চে এসেছেন, রবিবারের বারবেলায় তাও স্পষ্ট করে দেন শিশির।
মাস কয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শিশিরের মেজ ছেলে শুভেন্দু। মাসখানেক আগে গেরুয়া খাতায় নাম লেখান শুভেন্দুর এক ভাই। বাবা শিশির ও শুভেন্দুর আরও এক ভাই রয়ে যান ঘাসফুল শিবিরেই।
সম্প্রতি এক জনসভায় শুভেন্দু জানিয়েছিলেন, অমিত শাহের জন সভায় উপস্থিত থাকবেন তাঁর বাবা।
সেই মতো রবিবার শিশির যোগ দেন গেরুয়া মঞ্চে। এদিনের সভায় তিনি কেন তৃণমূল ছাড়লেন, তার কৈফিয়ত দেন শিশির। তিনি বলেন, যেভাবে আমাকে তাড়ানো হয়েছে, যেভাবে আমাকে নিগৃহীত করা হয়েছে, তা বলবার দিন আজ নয়। এ পর্যন্ত বলেই থেমে যান শিশির। যা থেকেই স্পষ্ট, কতটা ব্যথা বুকে নিয়ে শিশির এসেছেন পদ্মবনে!
শিশির বলেন,’মোদীজির নেতৃত্বে বিজেপি যেভাবে কাজ করছে,তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, এ লড়াই আমার সম্মানের লড়াই’।
এদিন শিশিরের মুখে জয় শ্রীরাম ধ্বনিও শোনা যায়। তবে এদিন তাঁকে পদ্ম আঁকা ঝান্ডা হাতে তুলে নিতে দেখা যায়নি। এতে আবার নতুন করে তৈরি হয়েছে জল্পনা।