বেঙ্গল নেক্সট্:
৪২ এ ৪২ । পদ্ম ফুটবে সব আসনেই। পশ্চিমবঙ্গে ৪২ টি আসনেই জয় চাই, বিজেপি নেতাকর্মী সমর্থকদের প্রতি আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুদিনের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হুগলির আরামবাগ ও নদীয়ার কৃষ্ণনগরে সভা করলেন। দুই জায়গাতে সরকারি অনুষ্ঠানেও যোগ দিলেন তিনি। যেখানে উদ্বোধন ও শিলান্যাস হলো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের। প্রাক নির্বাচনী এই সফরে লোকসভা নির্বাচনের সুর কার্যত বেঁধে দিয়ে গেলেন নরেন্দ্র মোদি।
আরামবাগে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি ও সন্দেশখালি নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। অন্যদিকে কৃষ্ণনগরে এই রাজ্যে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতি কুশাসনের অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন যে পুলিশ নয় অপরাধীরা ঠিক করে কখন সে অ্যারেস্ট হবে”, তার সংযোজন,’ তৃণমূলের চেষ্টা শুধুই কেন্দ্রের যোজনার উপর নিজেদের স্টিকার লাগিয়ে চালানোর, তৃণমূল প্রত্যেক স্কীম কে স্ক্যামে পরিবর্তন করে,’।
কেন্দ্রীয় সরকারি যোজনা নিয়ে মোদির উবাচ,’বিজেপি পশ্চিমবঙ্গের ৬ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। আগামী পাঁচ বছর এই ব্যবস্থা চলবে। এটাই মোদির গ্যারান্টি।’
রাজ্যকে তোপ দেগে তার দাবি,’১০০ দিনের কাজে ২৫ লক্ষ জব কার্ড বানিয়েছে এই রাজ্য, যারা জন্মায়নি তাদের কার্ডও তৃণমূল বানিয়েছে, সমস্ত টাকা লুঠ করেছে।’
কল্যাণী এমস্ নিয়ে তার প্রশ্ন,’মোদী প্রথম এমস্ দেবে বলেছিল আর মোদী গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হবার গ্যারান্টি কিন্তু তৃণমূল বলছে এটা বানানোর অনুমতি কেন নেওয়া হয়নি! বুঝুন কি সরকার চলছে!’
‘পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকার বিকাশ প্রকল্প উদ্বোধন করেছি, এর ফলে রাজ্যের যুবকদের কাছে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে’ বলে নমো জানান।
যদিও দুদিনের রাজ্য সফরে নরেন্দ্র মোদী রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলেছেন তা একপ্রকার খন্ডন করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাঁজা। তার দাবি,’প্রধানমন্ত্রী ভুল তথ্য পরিবেশন করেছেন’।
দুদিনের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে বিভিন্ন প্রকল্প শিলান্যাস ও উদ্বোধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের চিত্র যেমন এই রাজ্যে তুলে ধরলেন পাশাপাশি এই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপির নেতাকর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কয়েকদিন পরেই লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। তার আগে ৪২ টি আসনে জেতার টার্গেট দিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের উপর চাপ বাড়ালেন মোদি।