বেঙ্গল নেক্সট্: দুর্গাপুর:
মিউচুয়াল ফান্ডের বিষয়ে গ্রাহকদের সচেতন করতে উদ্যোগী হল আদিত্য বিড়লা ক্যাপিটাল। আর্থিক নিয়ামক সংস্থা সেবির নির্দেশে এই ধরনের গ্রাহক সচেতনতা শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শনিবার দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে আয়োজিত মনোজ্ঞ এক অনুষ্ঠানে মিউচুয়াল ফান্ড কি এবং এর প্রয়োজনীয়তা কতটা! সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ও ফিউচার ওয়েলথ ক্রিয়েশন নিয়ে দেশের নামি আর্থিক বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। পাশাপাশি বেশি লাভের আশায় বিনিয়োগকারীরা যাতে কোন ভুল পদক্ষেপ না নেন, সে বিষয়েও সচেতন করা হয় অনুষ্ঠানে। ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে ছৌ নৃত্যের প্রদর্শন সকলের নজর কাড়ে।
আদিত্য বিড়লা ক্যাপিটালের পদস্থ কর্তা শ্রীনিবাস রাও বলেন,’সেবি’র নির্দেশমতো এই ধরনের গ্রাহক সচেতনতা অনুষ্ঠানের আয়োজন। যাতে বিনিয়োগকারীরা বেশি করে সঠিক ফান্ডে বিনিয়োগ করেন এবং যাতে তারা এ বিষয়ে কোনো ভুল পদক্ষেপ না নেন, সে ব্যাপারেও সচেতন করা হচ্ছে এই অনুষ্ঠান থেকে। যা বিনিয়োগকারীদের কাছে খুব উপযোগী হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত, আদিত্য বিরলা ক্যাপিটাল এর জোনাল হেড সুমন ঘোষ, ইস্টার্ন ফিনান্স এর কর্তা কৃষ্ণেন্দু মহান্ত সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা মিউচুয়াল ফান্ড কনসালটেন্ট ও বিনিয়োগকারীরা।