বেঙ্গল নেক্সট্ : পশ্চিম বর্ধমান:
আসানসোলের জামুরিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানার জলের পাইপ লাইন বসানো কে কেন্দ্র করে গন্ডগোল। জামুরিয়ার হুরমাডাঙ্গা ও নিমাই ডাঙ্গা এলাকায় মূলত পাইপ লাইনের জমি নির্ধারণ কে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানা তৈরি হওয়ার সময় স্থানীয়দের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কারখানার তরফ থেকে তা রক্ষা করা হয়নি। তাই এই পাইপলাইন বসানোর বিরোধিতা করছে স্থানীয় মানুষজন। বুধবার রাতে এলাকায় পাইপ লাইন বসানোর বিরোধিতা করতে গিয়ে তাদেরকে কারখানা কর্তৃপক্ষের আশ্রিত গুন্ডাদের হুমকির সামনে পড়তে হয় বলে অভিযোগ বাসিন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। বৃহস্পতিবার সকাল থেকেও এলাকায় চাপা উত্তেজনা বজায় থাকে। জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। প্রতিবাদী বাসিন্দাদের দাবি, তাদের এলাকার কুড়িজনকে কারখানায় কাজ দিতে হবে। তবেই তারা এই পাইপলাইন করতে দেবে।
জামুরিয়া শিল্পতালুকে বেসরকারি এই ইস্পাত কারখানার নতুন নতুন ইউনিট তৈরি হচ্ছে। তারফলে প্রয়োজন পর্যাপ্ত জলের । সেই কারণেই তারা অজয় নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে জল কারখানায় নিয়ে আসতে চাইছে। সেখানেই শুরু হয়েছে বিতর্ক।