বেঙ্গল নেক্সট্: উৎকন্ঠা র অবসান। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে সরকারি সহযোগিতায় বাড়ি ফিরল ডাক্তারী পড়ুয়া পর্ণশ্রী দাস। সোমবার দুপুরে অন্ডাল এয়ারপোর্টে নামে অন্ডালের উখড়া র বাসিন্দা পর্ণশ্রী । ইউক্রেন থেকে রোমানিয়া সীমান্ত পেরিয়ে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় গতকালই দিল্লি এসেছিল পর্ণশ্রী । সোমবার দিল্লী-দুর্গাপুর ফ্লাইটে অন্ডাল এয়ারপোর্টে নামে সে। দুর্গাপুরে র মহকুমাশাসক শেখর চৌধুরী তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। মেয়ে বাড়ি ফিরে আসায় হাঁফ ছেড়ে বাঁচেন পর্ণশ্রী র বাবা রমেশ চন্দ্র দাস ও তার পরিবার । দুর্গাপুরের অন্ডালের উখড়া র সুভাষ পাড়ার বাসিন্দা রমেশবাবু পেশায় ব্যাবসায়ী । দাস পরিবারের বড় মেয়ে পর্ণশ্রী ২০০৯ সালে ইউক্রেনের টারনোপিল শহরে ডাক্তারী পড়তে যায় । সব ঠিকঠাক চলছিল। কিন্তু সম্প্রতি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই দাস পরিবারে তাদের মেয়ে কে ঘিরে উদ্বেগ ও উৎকন্ঠা বাড়তে থাকে। যদিও পর্ণশ্রী কোনোমতে ইউক্রেন-রোমানিয়া সীমান্তে চলে আসে। পরবর্তীতে রোমানিয়ার ভারতীয় দূতাবাসের কর্মীদের সহযোগিতায় দিল্লী পৌঁছায় রবিবার। এরপর রাজ্য সরকার তার দিল্লি তে থাকা ও সোমবার আকাশ পথে অন্ডাল এয়ারপোর্টে পৌঁছানোর ব্যাবস্থা করে। পর্ণশ্রী বাড়ি ফিরে আসতে পেরে নিজে খুশি। সে ছাড়া দুর্গাপুর ও সন্নিহিত বেশ কয়েকজন ছাত্র ছাত্রী এখনও ইউক্রেনে আটকে। তারাও যাতে দ্রুত বাড়ি ফিরতে পারে সেটাই চাই বাড়ি ফিরে আসা এই ডাক্তারী পড়ুয়া ।