শুভময় পাত্র,বেঙ্গল নেক্সট্ :আবারো উত্তপ্ত বিশ্বভারতী। তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতীতে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ এবার চরম আকার নিল। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে উপাচার্য অফিস পর্যন্ত দাপিয়ে বেরালো বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। বেশ কিছুদিন আগে থেকেই বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের একাংশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খোলার পর থেকেই হোস্টেল খোলার দাবি রাখে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর পাশাপাশি অনলাইনে হওয়া ক্লাসের পরীক্ষা নিতে হবে অনলাইনে, এমনটাই দাবি করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।
বেশ কিছুদিন আগে থেকেই এই তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের একাংশ লাগাতার আন্দোলন করে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনরকম গুরুত্ব না দেওয়ায় আজ সেই আন্দোলন চরমে পৌঁছায়। উপাচার্য দপ্তরের সামনে বলাকা গেটের কাছে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে সামিল হয়। বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের ধস্তাধস্তি শুরু হয় বিশ্বভারতীর নিরাপত্তা কর্মীদের সঙ্গে। উত্তেজিত ও বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে ঢুকে পড়ায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে চলে ধস্তাধস্তি। কিন্তু এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছ থেকে কোন সমাধান বা উত্তর পাওয়া যায়নি। তবে ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে ফের বিশ্বভারতীতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা কিভাবে প্রশমন হয় এখন সেটাই দেখার।