বেঙ্গল নেক্সট্: বোলপুর: নির্বাচনের আগে শেষ প্রচারের ব্যস্ততা বীরভূমের বোলপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভ্রা হাজরার। মাত্র দুদিন পর পৌর নির্বাচন রাজ্যে । বীরভূমের বোলপুর পৌরসভার নতুন ও পুরনো মিলিয়ে মোট ২২ টি ওয়ার্ডের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃনমূল কংগ্রেস জয়লাভ করেছে মোট ১০ টি ওয়ার্ড। বাকি ১২ টা ওয়ার্ড এর জন্য নির্বাচন প্রক্রিয়া হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। তারই শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। কোথাও কংগ্রেস কোথাও বা সিপিআইএম আবার কোথাও বিজেপি প্রার্থী দিয়েছে এই বারোটি ওয়ার্ডে।
এদিন বোলপুর মিশন কমপাউন্ড মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভ্রা হাজরার সমর্থনে এলাকার মহিলারা সমবেত হয়ে প্রচারকার্য চালায়। স্থানীয় এলাকার বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের কাছে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন প্রার্থী নিজেই। কিন্তু এখানেই শেষ নয়, এই ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন বোলপুরের প্রাক্তন পৌরপতি তপন সাহার কন্যা পল্লবী সাহা। আসন্ন পৌর নির্বাচনের ফলাফল যে কি হতে পারে এই ওয়ার্ড নিয়ে এটা অনেকেই সংশয় প্রকাশ করলেও তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভ্রা হাজরা তার জয়ের বিষয়ে যে একশো শতাংশ নিশ্চিত তা তিনি নির্বাচনী প্রচারে হবেভাবেই বুঝিয়ে দিচ্ছেন । এখন শুধু দিন গোনার অপেক্ষা। যদিও বীরভূমের মোট পাঁচটি পৌরসভার প বিভিন্ন ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় আগে থেকেই জয়লাভ করে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।