বেঙ্গল নেক্সট্:বীরভূম: দেউচা-পাঁচামী কয়লা খনি প্রকল্পে জমিদাতাদের আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠিত হলো বীরভূমে। বীরভূম জেলায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি প্রকল্প চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার । আর তারই কারণে জমি দখল নিয়ে বিরোধিতা করে বিরোধীরা জমির মালিকদের নিয়ে বিভিন্ন রকম আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি করার চেষ্টা করছে বেশ কিছুদিন কিছুদিন ধরেই ।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা প্রশাসন কয়লা খনি প্রকল্পে জমিদাতাদের বিঘাপ্রতি ১৩ লক্ষ টাকা চেক দেওয়ার পাশাপাশি জমিদাতাদের পরিবারের লোকজনদের যোগ্যতানুযায়ী নিয়োগপত্র প্রদান অনুষ্ঠিত হলো বীরভূমের মহম্মদ বাজারের প্যাটেলনগরে। এদিন আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কর্তাব্যক্তিদের উপস্থিতিতে মহম্মদবাজার থানার অন্তর্গত প্যাটেল নগরে জমিদাতাদের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়, ডব্লিউ বি এসআরডিএ র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়, বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের মেন্টর বিধায়ক অভিজিৎ সিংহসহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।