বেঙ্গল নেক্সট্: পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে ফলের আড়ালে রুপোর গয়না ও মোবাইল পাচারের চেষ্টা। খবর পেয়ে ধরে ফেলল পেট্রাপোল থানার পুলিশ। দুইজন গ্রেপ্তার। ট্রাকের মধ্যে থরে থরে সাজানো বেদানার পেটি। তার নিচের পেটিগুলির মধ্যে সাজানো রয়েছে নতুন ও পুরনো মোবাইল এবং রুপোর গয়না। ট্রাকটি পেট্রাপোল এলাকায় পৌঁছে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় দাঁড়িয়েছিল। খালি চোখে দেখে বোঝার উপায় নেই ট্রাকের ভিতরে ফল ছাড়া অন্য কিছু রয়েছে। সূত্র মারফত খবর পেয়ে ট্রাকে তল্লাশি চালাতেই পুলিশ কর্তাদের চক্ষু চড়কগাছ৷ একে একে ফলের পেটি খুলতেই বেরিয়ে পড়ল কয়েকশো মোবাইল এবং রুপোর গয়না। বুধবার বিকেলে পেট্রাপোল থানার পুলিশ ফলবোঝাই ট্রাকে অভিনব পাচার রুখল। ট্রাক চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, ট্রাকে রাখা ১২টি পেটি থেকে ১৬১ কেজি রুপোর গয়না এবং ৪৮০টি নতুন ও পুরানো মোবাইল ফোন উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। ধৃত চালক তারক রাম এবং খালাসি লাডা রাম রাজস্থানের বাসিন্দা। ফল নিয়ে তারা রাজস্থান থেকেই এসেছিল।
বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার জানান, “ফলের বাক্সে মধ্যে রেখে প্রায় ২ কোটি টাকার রুপোর গয়না এবং নতুন ও পুরনো মিলিয়ে ৪৮০টি মোবাইল ফোন বাংলাদেশে পাচার করা হচ্ছিল। পুলিশের তৎপরতায় তা রুখে দেওয়া হয়েছে।”