বেঙ্গল নেক্সটঃ বীরভূমঃ আবারও অসুস্থ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই গরু পাচার কাণ্ডে আজ তাকে কলকাতার কেন্দ্রীয় তদন্ত দপ্তরে হাজির হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি হঠাৎই অসুস্থ হয়ে যাওয়ায় তড়িঘড়ি কাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
এর আগেও একবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই তাদের দপ্তরে আসার জন্য তাকে খবর পাঠানো হলেও সেই মুহূর্তে তিনি কলকাতা এসএসকেএম হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তী ক্ষেত্রে অবশ্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট পুর নির্বাচনের আগে পর্যন্ত তাকে কোনরকম জিজ্ঞাসাবাদ করা যাবে না বলে জানিয়ে দিয়েছিলেন, তা সত্ত্বেও কেন আজ সিবিআই দপ্তর তাকে ডেকে পাঠালেন সেই নিয়েও একটা বিতর্ক উঠেছে তৃণমূলের অন্দরে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সমালোচকদের টিপ্পনী অসুস্থতা দোহাই দিয়ে হাজিরা এড়ালেন তিনি।