বেঙ্গল নেক্সট্:প্রার্থী নেই। তাই ঘাসফুল-পদ্মফুল দুই শিবিরেরই বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মতুয়ারা। আসন্ন বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত মতুয়াদের কোনও প্রার্থীই নেই বলে অভিযোগ। তাই মতুয়া মহাসংঘের সদস্যরা কাকে সমর্থন করবেন, তা জানেন না বলে স্পষ্ট করে দিয়েছেন সাংসদ বিজেপির শান্তনু ঠাকুরের বাবা মতুয়া মহা সংঘের প্রধান সেবায়েত মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সংঘাধিপতি মমতাবালা ঠাকুরও।
এ রাজ্যের প্রায় ৭০টি আসনে জয় পরাজয় নির্ণায়ক শক্তি মতুয়ারাই। আসন্ন বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত একজন মতুয়াকেও প্রার্থী করেনি তৃণমূল কিংবা বিজেপি। যা নিয়ে ক্ষোভের অন্ত নেই তৃণমূলের অন্দরে।
মঞ্জুলকৃষ্ণ বলেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে বিজেপির কাছে ৩০টি আসন দাবি করা হয়েছিল। কিন্তু বিজেপির পক্ষ থেকে একটি আসনও দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত মতুয়ারা। আগামী দিনে তাঁরা কি সিদ্ধান্ত নেবেন, তা মতুয়ারাই ঠিক করবেন।
তৃণমূলের ওপরও ক্ষুব্ধ সংঘাধিপতি তথা প্রাক্তন সাংসদ তৃণমূলের মমতাবালা ঠাকুরও। তিনি বলেন, তৃণমূলের কাছে আমিও মতুয়াদের মধ্যে থেকে ৪- ৫ জনকে প্রার্থী করার আবেদন জানিয়েছিলাম। না-মঞ্জুর হয়েছে।
ইতিমধ্যেই সব আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। এদিকে সাংসদ শান্তনু ঠাকুর এদিন অমিত শাহের সঙ্গে দেখা করার পর জানান,বিজেপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন মতুয়া প্রতিনিধি । তবে বিজেপি এখনও ১৮টি আসনে প্রার্থী ঘোষণা করেনি। তাই ওই আসনের কয়েকটিতে মতুয়াদের প্রতিনিধি থাকেন কিনা, এখন সেটাই দেখার।