বেঙ্গল নেক্সট্: কোচবিহারের দিনহাটা শহর মন্ডলীর সভাপতি অমিত সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। বিজেপির অভিযোগ, তাদের শহর মন্ডল সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে দিনহাটা ডাকবাংলো পাড়ায় পশু হাসপাতালের বারান্দা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের বিশাল জমায়েত হয়। বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা। একসময় পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। এদিকে পুরো ঘটনার ওপর তারা নজর রাখছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।