বেঙ্গলনেক্সট্: প্রাক দোল বৈতালিকে নৃত্যের ছন্দে মাতোয়ারা হোল সন্ধ্যা । ‘নৃত্যবৃত্তি বাতায়ন’ ও ‘বেঙ্গল সৃষ্টি’র যৌথ উদ্যোগে আয়োজিত ছন্দময় নৃত্যানুষ্ঠানের নিবেদক ছিল ইষ্টার্ণ ফাইনান্সারস্ লিমিটেড। শনিবার সন্ধ্যায় দুর্গাপুর সিটি সেন্টারে ওডিসি র ক্যাম্পাস নৃত্য গীতে মুখরিত হয়ে ওঠে। হোলির আবাহনে শিল্পীদের প্রচেষ্টা এককথায় ছিল অনবদ্য। দুর্গাপুরের বাসিন্দাদের কাছে যা ছিল উপভোগ্য। সঙ্গীতের তালে তালে নৃত্যকলায় পারদর্শী শিল্পীরা উপহার দিলেন একের পর এক চোখধাঁধানো সম্পাদনা।