বেঙ্গল নেক্সট্: জি বাংলা সারেগামাপা র বাছাই পর্বে সম্প্রতি কিশোরী শিল্পী অনুস্কা পাত্রের গাওয়া হিন্দি ছবি ‘রা ওয়ান’ থেকে ‘ভরে নয়না’গান সঙ্গীতজ্ঞ থেকে সঙ্গীত অনুরাগীদের হৃদয় জিতে নিল। বিশাল-শেখরের কম্পোজিশনে নন্দিনী শ্রীকারের গাওয়া গান যেভাবে মঞ্চস্থ করল ক্লাস নাইনের ঐ ছাত্রী, তাতে মোহিত বিচারকমন্ডলী থেকে মনোময়, ইমন ও রাঘবের মতো প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পীরা।
কেউ বলেছেন ঈশ্বর, আবার কেউ বলেছেন বিস্ময় আবার কেউ জোড়হাত করে প্রণাম জানাচ্ছেন অনুষ্কা’কে। একদিকে, অপূর্ব যন্ত্রানুষঙ্গ, অন্যদিকে সঠিক কোরাসের সঙ্গতে অনুষ্কা’র পারফরম্যান্স যেন ছাপিয়ে গিয়েছে অরিজিনাল সঙ্গীতকে। স্বাভাবিকভাবেই রাতারাতি এক নতুন উচ্চতায় উঠে গিয়েছেন অনুষ্কা। তাই মঞ্চে থাকা রুপঙ্করের মন্তব্য ‘ ও ১০ বছর পর রুল করবে মিউজিক ইন্ডাস্ট্রি কে । ‘ভরে নয়না’ র যথার্থ মর্যাদা রাখার পর সর্বদা হাসিখুশি অনুষ্কা’র চোখ ভরে উঠেছিল জলে। যা অনুষ্কা’র চরিত্রের সঙ্গে মানানসই না হলেও যেন সঙ্গীতের সফল রুপায়নের বহিঃপ্রকাশ ।