বেঙ্গল নেক্সট্: আসানসোল দক্ষিন বিধানসভা কেন্দ্রে র বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা রাণিগঞ্জ গ্রামীণের বক্তারনগরে। বিজেপি নেতা ভূমিপুত্র জয়দেব খাঁ র উদ্যোগে শোভাযাত্রা গোটা গ্রাম ঘোরে। বিজেপি র রাঢ়বঙ্গ পর্যবেক্ষক নরোত্তম মিশ্র প্রথমে বক্তারনগরে এসে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। এরপর সুদৃশ্য ট্যাবলো তে চেপে বিজেপির প্রার্থী র হয়ে ভোট চান । পরে প্রার্থী অগ্নিমিত্রা পাল কে সঙ্গী করে গ্রাম ঘোরেন জয়দেব।
এদিন এলাকায় কালবৈশাখীর দাপট চললেও বিজেপি র দাপট কে দমানো যায় নি। বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত। ২৬ শে এপ্রিল নির্বাচনে এই প্রচারের ব্যাপক প্রভাব পড়বে বলেই দাবি জয়দেবের। অন্যদিকে নরোত্তম মিশ্র দাবি করেন, গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে, এবার বিজেপি আসছে। আশাবাদী অগ্নিমিত্রাও, তৃণমূল ও সিপিএম কে টপকে তিনিই শেষ হাসি হাসবেন বলে জানান ।