বেঙ্গল নেক্সট্: ফের আসানসোলে অভিনেত্রী সায়নী ঘোষ। রাজ্যজুড়ে কার্যত চলা লকডাউনের মধ্যে কলকাতা থেকে আসানসোলে এসে এলাকার বালক বালিকা দের বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন তিনি। বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন সায়নী । বিধায়ক অগ্নিমিত্রা বর্তমানে করোণা আক্রান্ত । এদিন তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
পরাজিত হলেও সম্প্রতি সায়নীকেই আসানসোলে দলের সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদ দেওয়ার পক্ষে সওয়াল করেছিল তৃণমূল যুব কংগ্রেসের একাংশ। সোশ্যাল মিডিয়াতেও একই দাবি করছেন তৃনমূল ছাত্র পরিষদের কর্মী রা। এনিয়ে সায়নী অবশ্য নিজের খুশি জাহির করেছেন, সেইসঙ্গে বারবার আসানসোলে আসার ইচ্ছেও প্রকাশ করেছেন। এখন সায়নী আসানসোলে ফিরে শুধু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হবেন, না সংগঠনেরও হাল ধরবেন তা সময় বলবে। তবে এদিনও সায়নীকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছাস ছিল যথেষ্ট।