বেঙ্গল নেক্সট্: এবার রয়্যাল বেঙ্গল টাইগারের রহস্যমৃত্যু সুন্দরবনে । বার্ধক্যজনিত কারণে ওই বাঘটির মৃত্যু না নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে হচ্ছে ময়নাতদন্ত।
কয়েকদিন ধরে সুন্দরবন ব্রাঘ্য প্রকল্পের কাছে হরিখালির জঙ্গলে পূর্ণবয়স্ক একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। দুর্বল অবস্থায় ঘোরাঘুরির সময় শনিবার সকালে তার অসুস্থতা আরও বাড়তে থাকে। সেইসময় তাকে উদ্ধার করেন বনকর্মীরা। পরে সজনেখালিতে চিকিৎসা র জন্য নিয়ে যাওয়া হয়। জল খাওয়ানোর চেষ্টা করা হয়। দেওয়া হয় মাংস । চিকিৎসক তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষাও করেন। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় বাঘটির। এ প্রসঙ্গে মুখ্য বনপাল,বন্যপ্রাণ বিবেক কুমার যাদব জানান, “বাঘটি হরিখালির জঙ্গলে ঘোরাফেরা করছিল। অসুস্থ হয়ে পড়ায় তাকে সজনেখালিতে নিয়ে আসা হয়। চিকিৎসাও করানো হয়। তবে তার প্রাণ বাঁচানো যায় নি।
ঘূর্ণিঝড়‘ইয়াসে’র ফলে কার্যত বিধ্বস্ত সুন্দরবন। জলের তলায় চলে গিয়েছে সুন্দরবন ব্রাঘ্য প্রকল্পের বিস্তীর্ণ এলাকা। মিঠা জলে মিশেছে সাগরের নোনা জল। মৃত্যুর আগের কয়েকদিন বাঘটি আদৌ জল, খাবার পেয়েছিল কিনা তা নিয়ে সন্দিহান বনকর্মীরা । এইভাবে বাঘের মৃত্যু র ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ব্রাঘ্য বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। এখন সুন্দরবনে থাকা বাকি বাঘেরা যাতে পরিস্থিতি র শিকার না হয় সেটাই দেখার আর্জি জানিয়েছেন বাঘপ্রেমীরা।