বেঙ্গল নেক্সট্ দুর্গাপুর:
যেদিন নতুন সংস্থার দপ্তরের উদ্বোধন হলো সেই দিনই সংস্থার সহযোগিতাতে দুর্গাপুর থেকে পায়ে হেঁটে দিল্লি রওনা দিলেন এক দম্পতি।
দুর্গাপুরের বাসিন্দা শুভ চক্রবর্তী ও তার স্ত্রী রমা ‘সেভ দ্য আর্থ’ লক্ষ্য নিয়ে পায়ে হেঁটে দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। দুর্গাপুরের প্রাণকেন্দ্র বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্স থেকে এই মহৎ যাত্রার সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়।
সিটি সেন্টার স্থিত কমার্শিয়াল কমপ্লেক্সে শার্পনেক্স প্রাইভেট লিমিটেডের দপ্তরেরও উদ্বোধন করেন অনিন্দিতা দেবী। শার্পনেক্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার পীযূষ সাহা জানান, এদিনই তার নতুন সংস্থার পথচলা আর এই দিনটিকে স্মরণীয় করতে তারা একটি মহৎ লক্ষ্য পূরণে শুভ ও রমার প্রচেষ্টার পাশে দাঁড়িয়েছেন। কিছুদিন আগেই জোশীমঠের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পৃথিবী কতটা বিপন্ন। ধরিত্রীকে বাঁচাতে তাই প্রয়োজন সচেতনতা। সবুজের সমাহার অটুট রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন দুই পরিবেশপ্রেমী। দুর্গাপুর থেকে পায়ে হেঁটে তারা দিল্লি পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাদের উদ্দেশ্যের কথা জানাবেন।
এর আগে করোনাকালে গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে ফ্রী বাজারের উদ্যোগ নিয়েছিলেন। এবার সেই শুভ ও তার স্ত্রী রমা ধরাকে বাঁচাতে উদ্যোগী।
এই ধরনের উদ্যোগে সাক্ষী থাকতে পেরে খুশি দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই ভাবনা ও উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলে অনিন্দিতাদেবীর মত।
বেঙ্গল সৃষ্টি সংস্থার জেনারেল ম্যানেজার অনিল ঝাঁ জানান, তাদের কমপ্লেক্স থেকে এই শুভ যাত্রার সঙ্গী হতে পেরে তারাও আপ্লুত। এই ধরনের সময়োচিত উদ্যোগে তারা সবসময় শামিল হবেন বলে তিনি জানান।
এদিন শুভ ও রমা চক্রবর্তী র উদ্যোগে পাশে দাঁড়িয়ে ছিলেন দুর্গাপুর জঙ্গলমহল ক্লাবের সদস্যবৃন্দ। ছিলেন পল্লব নাগ, প্রসূন চট্টোপাধ্যায়ের মতো সমাজ কর্মীও।